দুর্গাপূজার তাৎপর্য, মহিমা ও বিভিন্ন তিথির আনুষ্ঠানিকতা এবং সময় নির্ঘণ্টঃ
দুর্গাপুজা ২০২১ এর মহালয়ার সময়সূচী
প্রতি বছরের মত ২০২১ সালের (বাংলা ১৪২৮) দুর্গাপূজা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে এবং শেষ হবে বিজয়া দশমীর মাধ্যমে। যারা মহালয়াতে পিতৃপিণ্ড দান করবেন তাদের জন্য মহালয়ার সঠিক দিন-তারিখ ও সময় জানা অত্যন্ত জরুরী। মহালয়ার অমবস্যা শুরু হবে বাংলা ১৮ই আশ্বিন, ১৪২৮ (ইং ৫ অক্টোবর, ২০২১), মঙ্গলবার, সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিট থেকে [06:34 PM] বাংলা ১৯শে আশ্বিন, ১৪২৮ (ইং ৬ অক্টোবর, ২০২১), বুধবার, সন্ধ্যা ৫ টা ১১ মিনিট পর্যন্ত [05:11 PM]। এবং সঙ্গত কারণেই ১৯শে আশ্বিন, ১৪২৮ (ইং ৬ অক্টোবর, ২০২১), বুধবার অনুষ্ঠিত হবে মহালয়ার সকল আনুষ্ঠানিকতা। এদিন সকাল ৮ঃ৩০ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার অমবস্যাবিহিত পূজা প্রশস্তা।
[বিশেষ দ্রষ্টব্যঃ মহালয়া অংশে উল্লেখিত সকল সময় ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী, বাংলাদেশ সময় নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ব সময়ের সাথে অতিরিক্ত ৩০ মিনিট যোগ করতে হবে।]
২০২১ সালে (বাংলা ১৪২৮) কলকাতায় (পশ্চিমবঙ্গে)
শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্টঃ
(ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী)
দুর্গাপূজা ২০২১ (বাংলা ১৪২৮) পঞ্চমী ও ষষ্ঠীঃ
বাংলা ২৪শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১১ই অক্টোবর, ২০২১, সোমবার সকাল ৬টা ২৪ মিনিট পর্যন্ত মহাপঞ্চমী। এদিন সূর্যোদয় ৫ টা ৩৫ মিনিটে, সূর্যাস্ত ৫ টা ১৩ মিনিটে এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত। একইদিন সকাল ৬টা ২৪ মিনিট থেকে শেষরাত্রি ৪টা ৪ মিনিট পর্যন্ত দুর্গাষষ্ঠী। দিবা ৮ টা ৩০ মিনিট গতে ও পূর্বাহ্নের মধ্যে শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা । সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
২০২১ সালের শ্রী শ্রী দুর্গাপূজার মহা সপ্তমীঃ
বাংলা ২৫শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১২ই অক্টোবর, ২০২১, মঙ্গলবার রাত্রি ১টা ৪৮ মিনিট পর্যন্ত মহাসপ্তমী। এদিন সূর্যোদয় ৫ টা ৩৬ মিনিটে, সূর্যাস্ত ৫ টা ১১ মিনিটে এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত। সকাল ৮ টা ৩০ মিনিট গতে ও পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন। ফল – ছত্রভঙ্গ।
শ্রী শ্রী দুর্গাপূজার মহা অষ্টমীঃ
বাংলা ২৬শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১৩ই অক্টোবর, ২০২১, বুধবার রাত্রি ১১টা ৪৯ মিনিট পর্যন্ত মহাষ্টমী। এদিন সূর্যোদয় পাঁচটা বেজে ৩০ মিনিট, সূর্যাস্ত পাঁচটা বেজে ১১ মিনিট, এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত। সকাল আটটা বেজে ৩০ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। এদিন পূর্বাহ্নের মধ্যেই বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস। রাত্রি ১১ঃ০০ মিনিট গতে এবং ১১ঃ৪৮ এর মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা। রাত্রি ১১ঃ২৫ গতে এবং ১২ঃ১৩ এর মধ্যে সন্ধিপূজা। রাত্রি ১১ঃ২৫ গতে সন্ধিপূজা আরম্ভ এবং ১১ঃ৪৯ গতে বলিদান। রাত্রি ১২ঃ১৩ মধ্যে সন্ধিপূজা সমাপন।
২০২১ সালের শ্রী শ্রী দুর্গাপূজার মহা নবমীঃ
বাংলা ২৭ শে আশ্বিন ১৪২৮, ইংরেজী ১৪ই অক্টোবর ২০২১, বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৫২ মিনিট পর্যন্ত মহানবমী । এদিন সূর্যোদয় ৫ঃ৩৭, সূর্যাস্ত ৫ঃ১১, এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত । পূর্বাহ্নের মধ্যেই শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। এদিন পূর্বাহ্নের মধ্যেই বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারন।
শ্রী শ্রী দুর্গাপূজা ২০২১ এর বিজয়াদশমীঃ
বাংলা ২৮শে আশ্বিন ১৪২৮, ইংরেজী ১৫ই অক্টোবর ২০২১, শুক্রবার রাত্রি ৮ঃ২১ পর্যন্ত বিজয়া দশমী। এদিন সূর্যোদয় ৫ঃ৩৭, সূর্যাস্ত ৫ঃ২৮ এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত । সকাল ৮ টা ৩০ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্ততা ।দেবীর দোলায় গমন। ফল – মড়ক।
২০২১ সালে (বাংলা ১৪২৮) ঢাকায় (বাংলাদেশে)
শ্রী শ্রী দুর্গাপূজার সময় নির্ঘণ্টঃ
(বাংলাদেশ সময় অনুযায়ী)
দুর্গাপূজা ২০২১ (বাংলা ১৪২৮) পঞ্চমী ও ষষ্ঠীঃ
বাংলা ২৪শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১১ই অক্টোবর, ২০২১, সোমবার সকাল ৬টা ৫৪ মিনিট পর্যন্ত মহাপঞ্চমী। এদিন সূর্যোদয় ৫ টা ৫৮ মিনিটে, সূর্যাস্ত ৫ টা ৩৩ মিনিটে এবং পূর্বাহ্ন ৯ টা ৫০ মিনিট পর্যন্ত। একইদিন সকাল ৬টা ৫৪ মিনিট থেকে শেষরাত্রি ৪টা ৩৪ মিনিট পর্যন্ত দুর্গাষষ্ঠী। দিবা ৮ টা ৫৩ মিনিট গতে ও পূর্বাহ্নের মধ্যে শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা । সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
২০২১ সালের শ্রী শ্রী দুর্গাপূজার মহা সপ্তমীঃ
বাংলা ২৫শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১২ই অক্টোবর, ২০২১, মঙ্গলবার রাত্রি ২টা ১৮ মিনিট পর্যন্ত মহাসপ্তমী। এদিন সূর্যোদয় ৫ টা ৫৮ মিনিটে, সূর্যাস্ত ৫ টা ৩২ মিনিটে এবং পূর্বাহ্ন ৯ টা ৫০ মিনিট পর্যন্ত। সকাল ৮ টা ৫৩ মিনিট গতে ও পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন। ফল – ছত্রভঙ্গ।
শ্রী শ্রী দুর্গাপূজার মহা অষ্টমীঃ
বাংলা ২৬শে আশ্বিন, ১৪২৮, ইংরেজী ১৩ই অক্টোবর, ২০২১, বুধবার রাত্রি ১২টা ১৯ মিনিট পর্যন্ত মহাষ্টমী। এদিন সূর্যোদয় ৫টা বেজে ৫৯ মিনিট, সূর্যাস্ত ৫টা বেজে ৩১ মিনিট, এবং পূর্বাহ্ন ৯ টা ৫০ মিনিট পর্যন্ত। সকাল আটটা বেজে ৫৩ মিনিটের মধ্যে এবং পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। এদিন পূর্বাহ্নের মধ্যেই বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস। রাত্রি ১১ঃ২৩ মিনিট গতে এবং ১২ঃ১১ এর মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা। রাত্রি ১১ঃ৫৫ গতে এবং ১২ঃ৪৩ এর মধ্যে সন্ধিপূজা। রাত্রি ১১ঃ৫৫ গতে সন্ধিপূজা আরম্ভ এবং ১২ঃ১৯ গতে বলিদান। রাত্রি ১২ঃ৪৩ মধ্যে সন্ধিপূজা সমাপন।
২০২১ সালের শ্রী শ্রী দুর্গাপূজার মহা নবমীঃ
বাংলা ২৭ শে আশ্বিন ১৪২৮, ইংরেজী ১৪ই অক্টোবর ২০২১, বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৫২ মিনিট পর্যন্ত মহানবমী । এদিন সূর্যোদয় ৫ঃ৩৭, সূর্যাস্ত ৫ঃ১১, এবং পূর্বাহ্ন ৯ টা ২৮ মিনিট পর্যন্ত । পূর্বাহ্নের মধ্যেই শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। এদিন পূর্বাহ্নের মধ্যেই বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারন।
শ্রী শ্রী দুর্গাপূজা ২০২১ এর বিজয়াদশমীঃ
বাংলা ২৮শে আশ্বিন ১৪২৮, ইংরেজী ১৫ই অক্টোবর ২০২১, শুক্রবার রাত্রি ৮ঃ৫১ পর্যন্ত বিজয়া দশমী। এদিন সূর্যোদয় ৬ঃ০০, সূর্যাস্ত ৫ঃ৫১ এবং পূর্বাহ্ন ৯ টা ৫০ মিনিট পর্যন্ত । সকাল ৮ টা ৫৪ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্ততা ।দেবীর দোলায় গমন। ফল – মড়ক।
দুর্গাপূজা ২০২১ সকলেরই খুবই ভালো কাটুক, আনন্দে কাটুক। সনাতন জ্ঞান ভান্ডারের পক্ষ থেকে দুর্গাপূজা ২০২১ উপলক্ষে সকলকে জানাই অনেকে শুভেচ্ছা ও প্রীতি।
আমাদের সমস্ত দুঃখের কারণ অজ্ঞনতা। সুতরাং জানতে হলে পড়তে হবে।
শ্রীমদ্ভগবদ্গীতা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে মানব জীবনের গুরুত্বপূর্ণ তত্ত্বজিজ্ঞাসা প্রশ্ন-উত্তরে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
একাদশী ব্রত পালনের তাৎপর্য ও নিয়মাবলি এবং বছরের সব একাদশির মাহাত্ম্য সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
পূজা-পার্বনের তাৎপর্য ও মহিমা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
আরতি-উপসনা-প্রার্থনা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
সনাতন পারমার্থিক জ্ঞান সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
গুরুতত্ত্ব সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
মধুর নামকীর্তন শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন.......
1 মন্তব্যসমূহ